বাস ট্রেনে আগুন দিয়ে নৌকার বিজয় কেরে নিতে পারবে না: মায়া চৌধুরী

আগামী ৭ জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকায় ভোট দিবেন। ফলাফল না নিয়ে কেউ ঘরে ফিরবেন না। কেউ কারো সাথে ঝগড়া -বিবাধ মারামারি করবেন না। কেই পায়ে পারা দিয়ে জগরা করতে চাইলে পাওটা সরিয়ে নিবেন। আচরন বিধ লঙ্ঘন করবেন না।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন।

আজ শনিবার ২৩ ডিসেম্বর সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের কালীর বাজারে নৌকা প্রতীকের উঠান বৈঠকে মায়া চৌধুরী আরো বলেন, বিএনপি জামাত সন্ত্রাসীরা নির্বাচন বানচাল করতে নানা স্বরযন্ত্র করছে। বাসে আগুন,ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে নৌকার বিজয় কেরে নিতে পারবে না। সুষ্ঠু ধারার কোন রাজনৈতিক দল এই কাজ করতে পারে না।

শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার বারবার দরকার। কারন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ও সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়ন ঘটে।

বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সবেক ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়ার সভাপতিত্ত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুলের পরিচালনায় আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বাংলাদেশ এফবিসিসিআই ব্যবসায়ী সংগঠনের ভাইস প্রেসিডেন্ট  রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, মিজানুর রহমান এসি মিজান, সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড কমিশনার আকাশ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন, আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তার ছন্দু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের সদস্য রুবেল মিয়া বাবু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম ইউপি সদস্য সেলিম মিয়া,সাবেক ইউপি সদস্য মিলন মুন্সী, মহিলা সদস্য তাকিয়া আক্তার প্রমুখ।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল,২৩ ডিসেম্বর ২০২৩

Share