বাস চাপায় কলেজছাত্রী নিহতের ঘটনায় ৪ দিন পর মামলা 

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া আইদি বাসের চাপায় প্রাণ হারায় রাহেলা আক্তার শান্তা নামে এক কলেজছাত্রী। মৃত্যুর ৪ দিন পর (১১ জানুয়ারী) রোববার দুপুরে শিক্ষার্থীর পিতা শামছুল হুদা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় আইদি বাসের চালক ও অজ্ঞাতননামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং-৪৭। ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন, ২০১৮, আইদি পরিবহন (বাস), যাহার রেজিঃ নং-কুমিল্লা ব-১১-০৩৭৩।

গত ৭ জানুয়ারী বুধবার দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তা শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানায় পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ ফয়েজ আহমেদ জানান, বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয় নি। তবে শিঘ্রই আসামীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারী বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় চাঁদপুরগামী ‘আইদি পরিবহন নামের একটি দ্রুতগামী বাস শান্তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরের দিন রাহেলা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে সহপাঠীরা। নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার মুন্সী বাড়ির মো. সামছুল হুদার মেয়ে। 

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
১১ জানুয়ারি ২০২৬