Home / খেলাধুলা / চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দলের জার্সি উন্মোচন
বাস্কেটবল

চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দলের জার্সি উন্মোচন

বঙ্গমাতা জাতীয় মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট এই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে চাঁদপুর জেলা মহিলা বাস্কেট দল। ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় জেলা মহিলা বাস্কেটবল দলের জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় জেলা প্রশাসক চাঁদপুরের নারী খেলোয়াড়দের হাতে বাস্কেটবল তুলে দেন।

নারী খেলোয়ারদের শুভকামনা জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমি নিজেও ভাস্কেট বল খেলেছি। খেলায় জয় পরাজয় থাকবেই। তবে তোমাদের নিজেদের সেরা খালাটা খেলতে হবে। চাঁদপুরের জন্যে তোমরা সুনাম বয়ে আসবে সেই আশা রাখছি।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপ কমিটি সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, কোচ খান এমএ জাহিদ, ম্যানেজার শামসুন্নাহার মেধা।

উল্লেখ্য, এবছর বঙ্গবন্ধু জাতীয় মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট যশোর জেলায় অনুষ্ঠিত হবে। খেলায় প্রতিটি দল প্রথম রাউন্ডে তিনটি খেলায় অংশ নেয়া সুযোগ পাবে। এই তিনটি খেলায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলগুলো দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবেন। প্রতিটি দলের ১০জন করে খেলোয়াড় খেলার সুযোগ পাবেন। এবারে প্রথম চাঁদপুর জেলা মহিলা দল জাতীয় জাতীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

প্রতিবেদক: আশিক বিন রহিম