নিজস্ব প্রতিবেদক :
গ্রাম ছেড়ে শহরে এসে কর্মজীবী ও বিত্তশালীরা ভিড় জমায়। একটু সুখে নিজের কর্মজীবন, বিত্তশালী হলে অবসর সুখের জীবন কাটাতে বাসায় রাখা হয় কাজের মেয়ে কিংবা কাজের বুয়া। যারা এ কাজের মেয়ে কিংবা কাজের বুয়া তারা আবার অভাবের তাড়নায় চলে আসে শহরের বন্দি জীবনের মাঝে নিজের কর্মটাকে খুঁজতে। কেউ এই কর্ম খুঁজতে নেয় পতিতাবৃত্তি আবার কেউ ভালো চিন্তা করে নেয় বাসায় গৃহ পরিচারিকার কাজ। কিন্তু আসলে কতটুকো সুখে আছেন তারা,
আর্থসামাজিক সংকটের কারণে না চিনে, না জেনে বাসায় দিয়ে দেয় শিশু সন্তানটির অভিভাবকরা। কাজের মেয়ে কিংবা কাজের বুয়ার ওপর নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌছলেই কেবল অভিভাবক কিংবা স্থানীয় প্রশাসন জানতে পারে।
বিষয়টির ভিডিও প্রতিবেদন দেখে নিন :
https://www.youtube.com/watch?v=7mHyb-GA8K0
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur