বাসারা উবি ও দাখিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ফরিদগঞ্জ বাসারা উচ্চ বিদ্যালয় ও নেছারাবাদ ছিদ্দিকীয়া ছালোইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উভয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাসারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন মজুমদার খোকা।

এ সময় উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান, বাসারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যাদব কৃষ্ণ সাহা, নেছারাবাদ ছিদ্দিকীয়া ছালোইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আবু তাহের, বর্তমান ভারপ্রাপ্ত সুপার আক্তার হোসেন, অধ্যাপক শরিফুল ইসলাম, বিএনপি নেতা লুৎফুর রহমান, সমাজসেবক আলী আকবর, যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত প্রমুখ।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়