সারাদেশ

বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে

বাসাবাড়িতে গ্যাস সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানিসচিব নাজিম উদ্দিন। তিনি বলেছেন, লোকজনকে এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিত করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত বাণিজ্য-সহায়ক পরামর্শ কমিটির সভায় এ কথা জানান সচিব। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে জ্বালানিসচিব এসব তথ্য দেন।

রান্নার কাজে ও গাড়িতে ব্যবহার করা সিএনজির দাম বাড়ানোর সব প্রক্রিয়া শেষ পর্যায়ে উল্লেখ করে সচিব বলেন, “আমরা এ দুই ধরনের গ্যাস ব্যবহারে জনগণকে নিরুৎসাহিত করতে চাই। তাই এর দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাসাবাড়িতে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বাসাবাড়িতে এলপি গ্যাস ব্যবহারে লোকজনকে উৎসাহিত করা হবে জানিয়ে সচিব বলেন, “বাসাবাড়িতে ও সিএনজিতে যে গ্যাস দেওয়া হচ্ছে, তাতে সরকার রাজস্ব পায় এক হাজার ৩০০ কোটি টাকা। আর এ গ্যাস শিল্প খাতে দেওয়া হলে রাজস্ব পাবে ৮০ হাজার কোটি টাকা।”

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক : আপডেট ৮:২২ পিএম, ২৮ এপ্রিল  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

Share