বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৯তম বার্ষিকীতে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গনে জনসভা অনুষ্ঠিত হয়।
জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। আরো বক্তব্য রাখেন জেলা বাসদ নেতা হরুন অর রশীদ, বাসদ সিপিবি ঐক্য জোটের নেতা জাকির হোসেন মিয়াজী, দীপালী রানী, জয়দেব কর্মকার, আবু তাহের ও ছাত্রনেতা আল কাদেরী জয়। জনসভা পরিচালনা করেন জেলা নেতা নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, ‘দেশ আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড়িয়ে দেশ পরিচালনা করায় আজ দেশের এ হাল হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষনমুক্তির চেতনা। তাই সেদিনের ঘোষণায় চেতনা হয়েছিল সাম্য, সামাজিক সুবিদার ও মানবিক মর্যাদার কথা। স্বাধীন দেশের সংবিধানের মূলনীতি হিসেবে যুক্ত হয়েছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতিয়তাবাদ। কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশে স্বাধীনতার ৪৫ বছর পর গণতন্ত্র আজ নির্বাসিত তার বদলে চলছে স্বৈরতস্ত্র, পরিবারতন্ত্র আর লুটপাততন্ত্র।’
তিনি আরো বলেন, ‘ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলায় মন্দির ভাংচুর, গোবিন্দগঞ্জে আদিবাসী সাওতাল পল্লীতে হামলা ও হত্যা সংগঠিত হয়েছে ইতিপূর্বে রামুতে, দিনাজপুরে হামলায় কোন বিচার হয়নি। তেল-গ্যাস ইজারা দেওয়া হচ্ছে। সুন্দরবন ধ্বংস করে ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে। শিক্ষা, বানিজ্য, স্বাস্থ্য, ব্যাংকসহ সমস্ত প্রতিষ্ঠানে চলছে লুটপাট। নারী-শিশু নির্যাতন বাড়ছে পাল্লা দিয়ে। শ্রমিকের বাঁচার মতো মজুরি নাই, কৃষকের ফসলের দাম নাই। জনসাধারণের জানমালের নিরাপত্তা নাই।’
প্রেস বিজ্ঞপ্তি ।। আপডটে, বাংলাদশে সময় ১০ :৩০ পিএম, ১৫ নভেম্বর ২০১৬, মোঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur