হাজীগঞ্জ

হাজীগঞ্জে বাল্য বিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর ভূইয়া একাডেমীতে আট শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়েকে লাল কার্ড প্রদান করেছেন। বুধবার একাডেমি প্রাঙ্গনে ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এই লাল কার্ড প্রদর্শন ও শপথ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের বাল্য বিয়েকে না বলুন, নারী ও শিশুর প্রতি সহিংসতা কে না বলুন বিষয় শপথ করানো হয়।

শপথ বাক্য পাঠ করানোর পর বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শারমিন আক্তার চাঁদপুর টাইমসকে বলেন, ‘ব্রাাকের উদ্যোগে এমন সচেতনতা বিষয়ক কর্মসূচি পালন করা আমি খুশি হয়েছি। আমি নিজে বাল্যবিয়ে বসবো না, অন্যের বাল্য বিয়ে হতে দিবো না।’

জেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত সচেতনতামূলক এই কর্মসূচিতে বক্তব্য বলেন,‘সরকার সাধারণ জনগণের সেবা দৌরগোড়ায় পৌঁছে দিতে ট্রিপল ৯৯৯ এর ব্যবহার নিশ্চিত করেছেন। তোমরা শিক্ষার্থীরা কোথাও বাল্য বিয়ের খবর পেলে অথবা নারী ও শিশুর প্রতি সহিংসতা খবর পেলে ট্রিপল ৯৯৯ দ্রুত প্রতিরোধের ব্যবস্থা নিতে পারো। এতে করে তোমাদের নাম-ঠিকানা গোপন রাখা হবে।’

এই কর্মসূচিতে ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কর্মকর্তা মোঃ তফিজুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয় :
১৫ ফেব্রুয়ারি,২০১৯

Share