মতলবে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ৭ম শ্রেণির এক ছাত্রী । এ ঘটনাটি ঘটেছে পৌরসভার উত্তর দিঘলদী গ্রামে।

গত ৫ নভেম্বর রাতে দিঘলদী গ্রামের আলী আশ্বার্দের  মেয়ে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ( ১৪ )।  গোপনে গোপনে ওই স্কুলে পড়ুয়া ছাত্রীকে  কচুয়া উপজেলার  এক ছেলের সাথে বিয়ের  দেয়ার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।

এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন। তিনি সেখানে গিয়ে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেন।

এ বিষয়ে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন খবর পেয়ে  আমি ঐ বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেছি এবং মেয়ের অভিবাবক ও আত্মীয় স্বজনদের বলেছি ১৮ বছরের আগে কোন মেয়েকে বিয়ে দেওয়া যাবেনা ।  নির্দেশ অমান্য করলে তাদের বিরোদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক, ৬ নভেম্বর ২০২১

Share