চাঁদপুর

বাল্যবিবাহ মুক্তে নারী দিবসে চাঁদপুরে কলেজ ছাত্রীদের শপথ

‘আমরা বাল্য বিবাহ কে ঘৃণা করবো, কখনো বাল্য বিবাহকে সমর্থন করবো না, চাঁদপুর জেলা কে বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে প্রতিষ্ঠায় নিজকে নিয়জিত করবো।’

চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রায় তিন শতাধিক নারী শিক্ষার্থীরা ৮ মার্চ বুধবার সকাল সাড়ে ১১ টায় কলেজ মাঠে আন্তজার্তিক নারী দিবসে এ শপথ বাক্য পাঠ করেন।

নারীদের শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া।

২০২০ সালের মধ্যে চাঁদপুর জেলা কে বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাল্য বিবাহ নিরোধে কর্ম পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ হোসেন জেলা সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে সংযুক্ত করে শপথ বাক্য পাঠ করানোর নির্দেশ দেন।

সে সুবাদে জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ করেন শিক্ষার্থীরা।

ছবি ও প্রতিবেদন- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ০০ পিএম, ০৮ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ

Share