শাহরাস্তি

বাল্যবিবাহ বন্ধ করে দিলো স্থানীয় প্রশাসন

চাঁদপুর শাহরাস্তির উপজেলার মঙ্গলবার(১১ অক্টোবর) রাতে সূচীপাড়া উত্তরে বাল্যবিবাহ বন্ধ করে দিলো স্থানীয় প্রশাসন ।

বিয়ের প্রস্তুতিকালে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয় । সেই সাথে স্কুল পড়ুয়া মারজানা আক্তার রুপার, পিতা আব্দুর রহিম পাটওয়ারীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে মেয়ে উপযুক্ত বয়স ছাড়া বিয়ে দিবে না ।

এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই জানান, ‘সূচীপাড়া উত্তরে এসএসসি পড়ুয়া মারজানা আক্তার রুপার বাল্যবিবাহ হচ্ছে মর্মে আমাদের কাছে অভিযোগ আসে । সাথে সাথে বিষয়টি শাহরাস্তি ইউনিয়নকে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেই ।’ সেই নির্দেশের প্রেক্ষিতে শাহরাস্তি থানা থেকে এসআই আবুল কালাম সরজমিনে যান এবং স্কুল পড়ুয়া মেয়ে রুপার পিতা আব্দুর রহিমের কাছ থেকে বাল্যবিবাহ করবে না মর্মে অঙ্গীকারনামা নেন ।

এ ব্যাপারটি রাতে পুলিশ সুপার শামসুন্নাহারকেও জানানো হয় । তিনিও শাহরাস্তি থানাকে আইনগত প্রদক্ষেপ নিতে নির্দেশ দেন ।

করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ১১:২৯ পিএম, ১০ অক্টোবর ২০১৬, মোঙ্গলবার
এইউ

Share