চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার খান সড়কের বাসিন্দা বালু ব্যবসায়ী কে খুন করেছে দুর্বৃত্তরা।
জানা যায়,চাঁদপুর শহরের বাগাদী রোডের বালু ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি (৫৫)কে দুর্বৃত্তরা খুন করেছে বলে জানা যায়।
স্হানীয় ও একই বিল্ডিংয়ের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, শরীয়তপুর তারাবুনিয়া এলাকার বাসিন্দা মোঃ রেহান উদ্দিন মিজি গত দেড় বছর যাবত খান সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার পশ্চিম পার্শ্বের ফ্লাটে ভাড়া থাকেন। তাঁর ৩ মেয়ে সকলে বিবাহিতা স্বামীর বাড়িতে এবং একমাত্র ছেলে প্রবাসী। তিনি ও তাঁর স্ত্রী এই বাসায় থাকতেন। তাঁর স্ত্রী গত ২ দিন আগে দেশের বাড়িতে যায়।
২৪ জুন বৃহস্পতিবার তাঁর স্ত্রী স্বামীর খোঁজ নিতে সকাল থেকে বার বার কল দেওয়ার পরও ফোন রিসিভ না করায় পাশ্ববর্তী ভাড়াটিয়া কে তিনি বিষয়টি অবহিত করেন।
পরবর্তীতে বাসার পাশ্ববর্তী ভাড়াটিয়া দেখেন উক্ত ফ্লাটের বাহির দিয়ে দরজার ছিটকারী আটকানো। পরে তিনি দরজার ছিটকারী খুলে দেখেন বাসার খাটের উপর লাশটি পড়ে আছে।
তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পিবিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের টিম পৌঁছে। লাশ সুরাতাল করে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় পরিদর্শন করেন।
প্রতিবেদকঃ কবির হোসেন মিজি,২৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur