চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা উত্তর বিলে সৌদি প্রবাস ফেরত মো. আব্দুল হক নামের এক ব্যক্তি স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে নিজ ভূমিতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে রমরমা বালু বিক্রির ঘটনায় চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর তা বন্ধ করে দিয়েছে ইউনিয়ন ভূমি অফিস।
২৯ জুন মঙ্গলবার চাঁদপুর টাইমসে কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে অবৈধ ড্রেজারে বালু বিক্রির অভিযোগ এ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন ভূমি অফিস।
৩০ জুন বুধবার কাদলা ইউনিয়ন (গুলবাহার) ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন সরেজমিনে গিয়ে ওই বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেন এবং বেশকিছু সরঞ্জামাদি জব্দ করেন।
এদিকে কচুয়ার মনপুরা গ্রামের প্রবাসী আব্দুল হকের অবৈধ বালু বিক্রির ব্যবসা বন্ধ করে দেয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
কচুয়া প্রতিনিধি