চাঁদপুর সদর

বালিয়ায় নৌকা প্রতীক ভাংচুর ও ব্যানারে অগ্নিসংযোগ

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক ভাংচুর ও ব্যানারে অগ্নিংযোগ করেছে দুবৃত্তরা।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনের নৌকা প্রতীকের অফিসের সামনে একটি তোরণটি ভেঙে ফেলে।

এছাড়াও তোরণের সাথে থাকা প্রতীকটি ভেঙে পাশের খালে পড়ে থাকতে দেখা যায়।

একই ঘটনায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি সম্ভলিত ব্যানারে অগ্নিসংযোগ এবং একাধিক পোস্টার ছিঁড়ে ফেলা হয়।

খবর পেয়ে ২৮ অক্টোর শুক্রবার সকালে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিজি এবং তার সমর্থকরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিদ্রহী প্রার্থী (আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পওয়া) জৈনেক চেয়ারম্যান প্রার্র্থীর কর্মীরা রাতের আঁধারে তাদের প্রতীক ভাংচুর ও ব্যানারে অগ্নি সংযোগ করেছে। বিষয়টি তিনি জেলা নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন।

তাজুল ইসলম মিয়াজী বলেন, ‘আমি বালিয়া ইউনিয়নবাসীর কাছে এর বিচার দিচ্ছি। আমি বিশ্বাস করি আগামি ৩১ নভেম্বর ইউনিয়নবাসী গোপন ব্যালটের মাধ্যমে এই জবাব দিবে।’

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share