চাঁদপুর সদর

বালিয়া ইউপি নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ৫২ মনোনয়ন জমা

চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ৫২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা নির্বাচন অফিস।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম, বিএনপির মো. হাফিজুর রহমান, (স্বতন্ত্র) ওমর ফারুক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আঃ রহমান গাজী, বাংলাদেশ ইসলামী ফন্ট্রের মো. আতিকুর রহমান গাজী ও মোঃ ইউসুফ আলী মাঝি।

এ ছাড়া সংরক্ষিত মহিলা মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ নং আসনের ৩ জন প্রার্থী। মাজুদা বেগম, সেলিনা আক্তার, সানু বেগম। ২ নং আসনের ৫জন প্রার্থী। সাহিদা বেগম, সুফিয়া বেগম, জাহানারা বেগম, নুর জাহান বেগম ও বেগম সাজেদা জায়েদ। ৩ নং আসনের ৩ জন প্রার্থী। হাজেরা বেগম, শাহিনা বেগম, ফাহিমা বেগম।

সাধারণ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ নং ওয়ার্ডের প্রার্থী ৩ জন হলেন-কবির মিয়াজী, আঃ কাদির গাজী, মোক্তার হোসেন গাজী। ২ নং ওয়ার্ডের প্রার্থী ৩ জন হলেন-এম এ মান্নান বেপারী, মোঃ জাহিদ হোসেন খান, মোঃ ইসমাইল হোসেন খান (রতন), ৩ নং ওয়ার্ডের প্রার্থী ৯ জন হলেন-মোহাম্মদ লোকমান মাঝি, মোঃ কামাল হোসেন শেখ, ডাঃ মোঃ সুলতান আহমেদ কবিরাজ, মাও. মো. মোস্তফা মীর, মোঃ নজর”ল ইসলাম মিজি, মোঃ হাবিব খান, আঃ রাজ্জাক শেখ, মোঃ হুমায়ন কবির ও মোঃ সেলিম খান। ৪ নং ওয়ার্ডের ৫ জন প্রার্থী হলেন- মোঃ সেলিম তালুকদার, মোঃ জামাল উদ্দিন ঢালী, মোঃ মামুন আলম খান, নানু তালুকদার, মোঃ ছত্তর বেপারী। ৫ নং ওয়ার্ডের প্রার্থী ৩ জন হলেন- মোঃ আহসান তালুকদার, মোঃ নেছার আহমেদ তালুকদার, মোঃ আলমগীর হোসেন তালুকদার। ৬ নং ওয়ার্ডের প্রার্থী ২ জন হলেন-আবু তাহের খান, মোঃ আঃ লতিফ খান। ৭ নং ওয়ার্ডের প্রার্থী ৩ জন হলেন- মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী, মোঃ মুরাদ মিজি, মোহাম্মদ আহসান উল্ল্যাহ মিজি। ৮ নং ওয়াডের প্রার্র্থী ৩ জন হলেন- জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন মাঝি, মোঃ ফার”কুল ইসলাম পাটোয়ারী। ৯ নং ওয়ার্ডের ৪ জন প্রার্থী হলেন- মোঃ কাদির গাজী, নজর”ল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ খোরশেদ আলম।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আজিজ জানায়, ৭ অক্টোবর যাচাই বাচাই, ১৪ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন ও ১৫ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

প্রসঙ্গত, আগামি ৩১ অক্টোবর ৯ নং বালিয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৬৪ বুথে মোট ২২ হাজার ৫শ’ ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরষ ভোটরের সংখ্যা ১১ হাজার ৯শ’ ২৮ ও মহিলা ভোটার সংখ্যা ১০ হাজার ৬শ’ ৫৩ জন।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৫ পিএম, ০৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share