চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন উত্তর সাপদীতে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩ টার দিকে সাপদী মহিলা মাদ্রাসার মাঠে মাহফিলে প্রধান অতিথী তাসরিফ পেশ করেন, চট্রগ্রাম পাহাড়তলী ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব মাওলানা এম. হাসিবুর রহমান।
আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুল্লাহ্ সভাপতিত্বে এবং আলহাজ্ব হযরত মাওলানা মফিজুল ইসলামের পরিচালনায় আরো ওয়াজ করেন মাওঃ দ্বীন ইসলাম, মাওঃ আনোয়ার উল্লাহ্, মাওঃ আলমগীর হোসেন, সাপদী মহিলা মাদ্রাসার সুপার মাওঃ ফরিদ আহমেদ, মাওঃ দাউদ হায়দার, ক্বারী শরীফুল ইসলাম সহ ওলামায়ে কেরামগন।
পরে দেশের শান্তি ও কল্যান কামনায় আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্ত হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২২ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur