বালিয়া জামায়াতের কার্যালয় উদ্বোধন
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অফিস উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সকালে ফরক্কাবাদ বাজারে কার্যালয় উদ্বোধন আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি চাঁদপুর-৩ (সদর- হাইমচর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার এস. এ. এম মিজানুর রহমান খান, এড. আবদুল কাদের খান।
ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মহিউদ্দিন তালুকদার, মোঃ মফিজ মোল্লা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন জামায়াত ইসলামী ওলামা বিভাগ ৯ বালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ ফরিদ আহমেদ।
সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন ৯ নং বালিয়া জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ ওবায়দুল্লাহ মিজি, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ শরীর খান, মোঃ কাউছার মাহমুদসহ অফিস উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার/
২৯ নভেম্বর ২০২৫