Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বালিয়ায় ব্যবসায়ীকে হ’ত্যা ও গুমের চেষ্টা, থানায় অভিযোগ
ব্যবসায়ীকে

বালিয়ায় ব্যবসায়ীকে হ’ত্যা ও গুমের চেষ্টা, থানায় অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার ৩নং বালিয়া ইউনিয়নে মোঃ জহিরুল ইসলাম খান (৬৮) নামে একজন বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ীকে হত্যা ও গুম করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ১৪ মার্চ শুক্রবার বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ফরকাবাদ খান বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় কয়েকজন দেখে ফেলায় ব্যবসায়ী জহিরুল ইসলাম প্রাণে রক্ষা পান। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম নোমান চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় ফারাক্কাবাদ এলাকায় ব্যাপক আলোচনা এবং আতঙ্কের সৃষ্টি হয়।

থানায় দায়েরকৃত অভিযোগ পত্রে উল্লেখ কর হয়, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ব্যবসায়ী জহিরুল ইসলাম নামাজের জন্য নিজের বাড়ী থেকে বের হয়। রাস্তায় পৌঁছলে স্থানীয় মৃত হাবিবুল্লাহ খানের ছেলে মোঃ ইব্রাহিম খান, মৃত ছালামত খানের ছেলে মোঃ হোসেন খান অজ্ঞাত ১০/১২জন লোক নিয়ে ব্যবসায়ী জহিরুল ইসলামের পথরোধ করে। এসময় তারা পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র টেডা, রামদা, চাপাতি, দিয়ে জহিরুল ইসলামকে মেরে ফেলার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় কয়েকজন দেখে ফেলায় প্রাণে রক্ষা পান তিনি। তবে উল্লেখিত অস্ত্রধারীরা যাওয়ার সময় ব্যবসায়ী জহিরুল ইসলামকে গুম করে ফেলার হুমকিও দেন।

অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, অভিযুক্তরা পতিত আওয়ামী লীগ সরকারে থাকাকালীন দলীয় প্রভাব খাটিয়ে জোর পূর্বোক ব্যবসায়ী জহিরুল ইসলামের সম্পত্তি দখল করে। পরবর্তীতে আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা দখলকৃত সেই জমি পূর্নউদ্বারের জন্য অভিযুক্তদের জানান‌। তারা সেটি অমান্য এবং প্রত্যাখ্যান করে। মূলত দখলকৃত সেই জমি ফেরত চাওয়ায় ব্যবসায়ী জহিরুল ইসলামকে হত্যা এবং গুমের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৫ মার্চ ২০২৫