বালিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে চলাচলের রাস্তায় বাউন্ডারি করার অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৩ ওয়ার্ড বালিয়া গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তায় বাউন্ডারি করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার নাম নজু মিজি ও তার ভাই কামাল মিজি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন,আমাদের বালিয়া ইউনিয়ন হয়ে চান্দ্রা হরিনা চলাচলের একমাত্র পথ এটি।এই রাস্তার কবিরাজ বাড়ির পুকুরের পাশের অংশ মাছ চাষের কারনে পাড় ভেঙ্গে দীর্ঘ দিন চলাচলের অনুপযোগী ছিল।

বিশেষ করে গত বর্ষায়তো একেবারে চলাচল করা কষ্ট কর হয়ে উঠে ।তখন আমরা সবাই মিলে টাকা উত্তলন করে রাস্তা ঠিক করেছি।এখন সেই রাস্তার উপরে জোর পূর্বক বাউন্ডারি করতেছে আওয়ামী লীগ নেতা নজু মিজি ও তার ভাই কামাল মিজি। তাদের সহযোগিতা করতেছে কবিরাজ বাড়ির লোকজন। এরা আওয়ামী লীগ করে।আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপর দলবেঁধে হামলা করতে আসে। আমরা এর প্রতিকার চাই যেন প্রশাসন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এবিষয়ে অভিযুক্ত নজু মিজি বলেন, এটি আমার জায়গা। আমাদের জায়গার উপর দিয়ে রাস্তা গেছে আমি বাউন্ডারি করতেছি আবার পুকুরের পাশ দিয়ে বাড়িয়ে মানুষের সুবিধার্থে তা ভরাট করে দিচ্ছি।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১১ জানুয়ারি ২০২৪

Share