চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে ন্যায্যমূল্যের চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যেখানে সাধারণ মানুষের মাঝে ৩০ কেজি করে চাল দেয়ার সরকারি নিয়ম রয়েছে। সেখানে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মিজান খান সাধারণ মানুষের মাঝে ৩০ কেজির পরিবর্তে চাল বিতরণ করেছেন ২৫ কেজি করে। এ নিয়ে স্থানীয়দের মাঝে অনেক হট্টগোল হতে দেখা যায়।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে খাদ্যবান্ধম কর্মসূচীর আওতাধীন ন্যায্য মূলের চাল বিতরণ করতে ডিলার মিজান খান দায়িত্ব পান। গত ২৪ মার্চ সোমবার সকাল থেকে ইউনিয়নের বালিথুবা বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী আলমের দোকানে ন্যায্যমূলের চাল বিতরণের ব্যানার টানিয়ে বিভিন্ন ওয়ার্ডের মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। সেখানে
চাল নিতে আসা কিছু ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়। ডিলার মিজান খান ও তার সহযোগীরা রাজনীতি প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন। এসময় চাল কম দেয়ায় ভুক্তভোগীরা প্রতিবাদ করে চাল ওজনের ভিডিও ধারন করলে ডিলার ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের সাথে হট্টগোলে জড়িয়ে পড়েন।
চাল নিতে আসা ৫ নং ওয়ার্ডের ভুক্তভোগী রহিমা বেগম, শহীদ খান, আরশাদ খান, দেলোয়ার খান, ডলি বেগম, আমির হোসেন, নান্নু খান সহ একাধিক ভোক্তভোগী জানান, যেখানে তারা ন্যায্য মূল্যে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। সেখানে ডিলার মিজান খান তাদেরকে ২৫ কেজি করে চাল দিয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে এবং ন্যায্যমূলের চালের ডিলারের এমন অনিয়ম নিয়ে নানান মন্তব্য করতে শোনা যায়।
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ন্যায্যমূল্যের চালের ডিলারের এমন অনিয়মের বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
এ বিষয়ে ডিলার মিজান খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কাউকে চাল কম দেইনি। চাল দেয়ার কিছুক্ষণ পর এসে একজন জানিয়েছেন তার নাকি ৪ কেজি চাল কম হয়েছে। আমি এ বিষয়ে তেমন কথা বাড়াইনি। ওজনে ২৫ কেজি করে চাল দেয়ার ভিডিও চিত্র এবং হট্টগোলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিভাবে কারা কি ভিডিও করেছে আমি তা বলতে পারবোনা।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৬ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur