বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ কলংক মুক্ত হয়েছে। দেড় যুগের বেশি সময় ধরে এই স্বৈরাচার মানুষের কন্ঠ রোধ এবং সকল অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। তাই গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। পরে তারা এম এ হান্নানের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলী হারিছ মিয়াজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহরম খান জিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল কবির, সদস্য সচিব কাউছার হামিদ, যুগ্ম আহবায়ক রাসেল রানা, মাঈনুল ইসলাম মামুন, ইউপি সদস্য এমরান হোসেন, উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল্লাহ, সদস্য সচিব মো. ইয়াছিন সর্দার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খান সোহেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহেল ঢালী প্রমূখ।
প্রতিবেদক:শিমুল হাছান, ১৩ অক্টোবর ২০২৪