বালিথুবায় চলাচলের কাঠের পুল ভেঙ্গে দিলেন নারী ইউপি সদস্য 

চাঁদপুরের  ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের বালিথুবা বাজারে  জনসাধারণের চলাচলের একমাত্র কাঁঠের পুল ভেঙ্গে ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ওই নারী ইউপি সদস্য হলেন, ২নং বালিথুবা  ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হাসিনা বেগম।  

ওই এলাকার একাধিক লোক অভিযোগ করে বলেন, এটি আমাদের বাজারে আসার একমাত্র সাঁকো।সাঁকোটি সরকারি খালের উপর। কিন্তু এখানে সরকারি জায়গা নিজেদের দাবী করে এই ওয়ার্ডের নারী ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী  হাসিনা বেগম দীর্ঘ দিন থেকে আমাদের যাতায়াতে সমস্যা করতেছে।এখন সাঁকোটি অনেকটা নাজুক হওয়ায় আমরা সবাই মিলে ঠিক করার  উদ্যোগ নিয়েছি।ঠিক এমন সময়ে ইউপি সদস্য হাসিনা বেগম বুধবার সন্ধ্যায় ৮-১০ জন স্থানীয় সন্ত্রাসী নিয়ে এসে  সাঁকোর একাংশ ভেঙ্গে ফেলে।মূলত সে এই জায়গা দখল করে ভোগ দখল করতে চাচ্ছে।অলরেডি সে এখানে ২ টা দোকান করে ভাড়া দিছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।সে কিভাবে একজন ইউপি সদস্য হয়ে জনসাধারণের সাঁকো ভেঙ্গে ফেলে। 

এবিষয়ে ওই নারী ইউপি সদস্য হাসিনা বেগম বলেন, আমার এলাকার কাঠের পুল ভাঙ্গার বিষয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে আমি কিছুই বলতে পারবোনা। কারন আমি এবং আমার পরিবারের কেউই বাড়িতে থাকিনা। এলাকার কিছু দুষ্ট লোক আমাকে সামাজিক ভাবে হেয় পতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ তুলেছেন। এটি আমি ভাঙ্গিনি। 

ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বলেন,এখানে সরকারি জায়গা আবার পাশে ব্যক্তি মালিকানাও কিছু আছে।তবে কেনো সাঁকো ভাঙ্গা হলো সেটি আমরা দেখবো। 

এবিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, আমি এখনো বিষয়টি জানিনি।দেখি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 

প্রতিবেদক: কবির হোসেন মিজি,২৮ নভেম্বর ২০২৪

Share