চাঁদপুর সদরের সেনঁগাও বালিকা উবিতে বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোশারফ হোসেন খোকা ।

সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবদুল আজিজ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী জান্নাত আক্তার সুমা।

এ ছাড়াও যে সমস্ত শিক্ষক মন্ডলী নিয়মিত ও খন্ডকালীন সময়ে চাকুরি করে অবসর গ্রহণ ও প্রতিষ্ঠান পরিবর্তন জনিত কারণে অন্য প্রতিষ্ঠানে চলে গেছেন তাদেরকে আমন্ত্রিত করে বিশ্ব শিক্ষক দিবসে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক তাঁদের হাতে তুলে দিয়ে সম্মানিত করা হয়েছে।

যাঁদেরকে সম্মানিত করা হয়েছে তারা হলেন: শান্তি রঞ্জন তহশিলদার, সাবেক প্রধান শিক্ষক,অর্ধেন্দু বিকাশ চন্দ,সাবেক সহকারী শিক্ষক,গৌতম কুমার সিংহ,সাবেক সহকারী শিক্ষক,ফাতেমা বেগম, সাবেক সহকারী শিক্ষিকা -তারা এমপিও ভক্ত নিয়মিত চাকুরি করে অবসর জনিত বিদায় সংবর্ধনা জানানো হয় ।

এ ছাড়াও কাকন চক্রবর্তী,সহকারী শিক্ষক গণিত (প্রতিষ্ঠান পরিবর্তন জনিত বিদায়) ফারহানা রহমান সহকারী শিক্ষিকা আইসিটি (প্রতিষ্ঠান পরিবর্তন জনিত বিদায়)’খন্ডকালীন শিক্ষকদের মধ্যে যাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে । তারা হলেন : আব্দুল গণি মিয়া,সহকারী শিক্ষক, ইংরেজি ও মো.মুর্তজা পাটোয়ারী,সহকারী শিক্ষক, হিসাব বিজ্ঞান।

বক্তব্য রাখেন -স্থানীয় বিএনপি নেতা আবদুল হান্নান তালুকদার ,প্রধান শিক্ষক মো.ফকরুল ইসলাম লিটন,অভিভাবক সদস্য আব্বাস আলী মিয়াজী । শিক্ষকদের মধ্যে-অাহসান উদ্দিন, মাও.আ.হান্নান, প্রিয়াকা দাস, নিতাই চন্দ্র দে। এবং সকল সংবর্ধিত শিক্ষকগণ । শিক্ষার্থী গণের মধ্যে বক্তব্য দেন ১০ম শ্রেণির রিয়া মণি ও নূসরাত জাহান,সাবেক শিক্ষার্থী না্ঈমা জাহান ।

সংবর্ধিত শিক্ষকদের প্রথমে ফুল দিয়ে বরণ সম্মাননা শুভেচ্ছা স্মারক উপহার ও তাদের কর্মময় জীবনের স্মৃতি চারণ ও শিক্ষার্থী কর্তৃক তাদের নিয়ে গান পরিবেশন,পরে অতিথি ও শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণসহ সর্বশেষ বিদায়ী শিক্ষকদের নিয়ে দুপুরের খাবার গ্রহণ।

এ অনুষ্ঠানটি অত্র বিদ্যালয়ের কর্মরত শিক্ষক,অধ্যয়নরত শিক্ষার্থীসহ এলাকার কতিপয় উদিয়মান তরুণ,সাবেক সভাপতি এবং এলাকার কতিপয় মহিলা অভিভাবকবৃন্দের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৪
এজি

Share