বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বার কাউন্সিল সচিব মো. রফিকুল ইসলাম (সিনিয়র জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত সিদ্ধান্তের কথা আজ বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মহামারী করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে বিভিন্ন কেন্দ্র শেষ মূহুর্তে পরীক্ষা গ্রহণে অসম্মতি প্রকাশ করায় পরীক্ষা গ্রহণ সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে স্বল্প সময়ের নোটিশে উল্লেখিত পরীক্ষাটি পরবর্তীতে গ্রহণ করা হবে।
২৬ জুলাই বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি ১৩ হাজার শিক্ষার্থীর আইনজীবী পরীক্ষার জন্য ২৬ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল।
বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নিয়ম চালু রয়েছে। তিন ধাপের যে কোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ পান।
২০১৭ সালে লিখিত পরীক্ষায় বাদ পড়া ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে এমসিকিউ উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ জন শিক্ষার্থীর এবার লিখিত পরীক্ষায় অংশ নেয়ার কথা। (বাসস)
বার্তা কক্ষ,২১ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur