বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ তথা এমসিকিউ পরীক্ষা আজ ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।
১৬ এপ্রিল থেকে অনলাইনে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। আজ ২৫ এপ্রিল বেলা ২টা পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করার সুযোগ থাকছে।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে আইনের বিষয় ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ বার কাউন্সিলের তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়। এরপর জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার মধ্য দিয়ে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করতে পারেন।
২৫ এপ্রিল ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur