চাঁদপুর সদর

মোহাম্মদিয়া মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলা পশ্চিম বাগাদী ঢালির ঘাট মোহাম্মদিয়া মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ শনিবার (৪ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাহ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক পীরজাদা মাও. মু. মাহফুজ উল্যাহ খাঁন ইউসূফী, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ইফতেখারুল মাসুম, ইউপি সদস্য মো. ইছহাক গাজী, গাজীপুর মাদ্রসার আরবী প্রভাষক মাওলানা মো. নজরুল ইসলাম হাওলাদার, জাহাঙ্গীর গাজী, ইলিয়াছ হাওলাদার, মো. মহসিন হাওলাদার, মো. শরীফ হাওলাদার প্রমুখ।

মাদ্রসার সহ-সভাপতি হাফেজ বিল্লালের সভাপতিত্বে ও মাদ্রসার অধ্যক্ষ মাওলানা, শাহজানের পরিচালনায় লেখা সমাপ্ত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সামাজে আগে একটি বাক্য ছিলো মাদ্রাসায় পড়ালেখা করে মসজিদ, মাদ্রাসায় ছাড়া অন্য কোনকিছু করতে পারেনা। এটি ভুল ধারণা, আজকে মাদ্রাসার ছাত্ররা সরকারি অফিস আদালতে, বিভিন্ন কর্তকর্তা হিসেবে কাজ করছে। এ মাদ্রাসার অনেক সুনাম রয়েছে আগামী দিনে এ সুনাম ধরে রাখতে হবে। পাশাপাশি মাদক, বাল্য বিবাহর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনাদের ছেলেরা মাদকেরসাথে জড়িত থাকলে সাবধান করে দিবেন। মাদক পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংশ করে। আর মেয়েদের পূন্য বয়স হলে আপনারা বিবাহ দিবেন। কোন পিতা-মাতা মেয়েদেরকে বোঝা মনে করবেন না।

করেসপন্ডেন্ট
।। আপডটে,বাংলাদশে সময় ১১ : ০০ পিএম, ০৪ মর্চ ২০১৭ শনিবার

এইউ

Share