Home / চাঁদপুর / নিবার্হী ও সহকারী কর্মকর্তাদের বার্ষিক কর্ম-সম্পাদন
নিবার্হী ও সহকারী কর্মকর্তাদের বার্ষিক কর্ম-সম্পাদন

নিবার্হী ও সহকারী কর্মকর্তাদের বার্ষিক কর্ম-সম্পাদন

প্রথম বারের মত সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলার ৮ উপজেলার নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) গণের বার্ষিক কমর্-সম্পাদন ২০১৭-২০১৮ সালের চুক্তি সম্পাদন বৃহস্পতিবার (২৯ জুন ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার নিবার্হী কর্মকর্তাদের বাষিক কর্ম-সম্পাদন ২০১৭-২০১৮ সালের চুক্তি স্বাক্ষর করেন জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গণের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাসুদ হোসেন।

এসময় বাষিক কর্ম-সম্পাদন চুক্তির স্বাক্ষরকৃত কাগজপত্র কর্মকর্তাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাসুদ হোসেন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই’র পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.মঈনউদ্দিন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ ,মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম,শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হাবিব ইল্লাহ, ।

সহকারী কমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোমেনা আক্তার, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএম জহিরুল হায়াত, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.শেখ ছাদেক, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন,আর ডিসি লিটুস লরেন্স চিরানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।

প্রতিবেদক :আনোয়ারুল হক
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ১৫ পিএম, ২৯ জুন ২০১৭,বৃহস্পতিবার
এজি

Leave a Reply