বারৈয়ারা উবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সভা

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই আহ্বানে চাঁদপুরের কচুয়া উপজেলার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহামম্দ হেলাল চৌধুরীর সার্বিক পরামর্শে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ তালুকদার ও মনির হোছাইনের যৌথ পরিচালনায় এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিরন্ময় ভৌমিক,আকলিমা আক্তার,আবুল হোসেন,ইয়াছিনুর রহমান,নাসির উল্যাহ ও নাজমা আক্তারসহ বিদ্যালয়ের অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জানুয়ারি ২০২৫

Share