অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা ৩০মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বাবা হারানোর বিষয়টি ফেসবুকে জানিয়ে একটি পোস্ট করেছেন জয়। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’
শাহরিয়ার নাজিম জয়ের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন শোবিজে তার সহকর্মী ও বন্ধুরা। জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বার্তাকক্ষ, ২১ জানুয়ারি,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur