ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম একটি অভিনব আইন প্রণয়ন করতে চলেছে, যাতে সরকারি কর্মচারীরা তাদের বাবা-মায়ের ঠিকমতো দেখাশোনা না-করলে তাদের বেতন থেকে একটা অংশ কেটে নেওয়া হবে।
আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ সপ্তাহে তাদের রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে এ কথা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন, এই নতুন নিয়ম ২০১৭-১৮ অর্থ বছর থেকেই চালু হয়ে যাবে।
তিনি বলেছেন, ‘বয়স্ক বাবা-মার যত্ন নেওয়া প্রত্যেক সন্তানের কর্তব্য। যদি কোনও সরকারি কর্মচারী সেটা না-করেন তাহলে সরকারই তার মাইনে কেটে নিয়ে সেই কর্তব্য পালন করবে।’
কর্মচারীদের মাইনে থেকে যে টাকা কাটা হবে, সেটা তার বাবা-মার ভরণপোষণের কাজেই ব্যয় করা হবে বলে সরকার জানিয়েছে।
ভারতের বিভিন্ন রাজ্যে ইদানীং এমন বহু অভিযোগ উঠেছে, যেখানে যথেষ্ট আর্থিক সঙ্গতিসম্পন্ন হওয়া সত্ত্বেও ছেলেমেয়েরা অসুস্থ বাবা-মায়ের দিক থেকে নজর ফিরিয়ে নিয়েছে।
অনেক ক্ষেত্রে এমন বহু অসহায় বাবা-মা আদালতেরও শরণাপন্ন হয়েছেন। কখনও কখনও কোর্টের রায়ে তারা সন্তানের বাড়িতে আবার ফিরে যাওয়ার অধিকারও পেয়েছেন।
তবে এই সামাজিক সমস্যার প্রতিকারে আসাম সরকার যে অভিনব পন্থার কথা ভেবেছে, তা অন্য কোনও রাজ্যে কখনও প্রয়োগ করা হয়নি। তবে এতে কতটা কাজ হবে সেটা দেখার বিষয়। (সূত্র: বিবিসি)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ১০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ