বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার কথার বিপরীতে গিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
২৭ নভেম্বর বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রক্তদান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ১০৯ নাম্বার পাতায় তিনি বলেছেন যে, ‘যে দেশে মিথ্যা দিয়ে মামলা হয়, মিথ্যা সাক্ষ্য দেয়া হয়, মিথ্যায় প্রলুব্ধ হয়ে রায় দেয়া হয়, সেই দেশে ন্যায় বিচার আশা করা যায় না।’ সেই কথার প্রতিফলন আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় দেখছি। শেখ মুজিবুর রহমান যে কথা বলে গেছেন, তার কন্যা তার বিপরীতে দাঁড়িয়ে কাজগুলো করছেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদল ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এএসএম রাকিবুল ইসলাম আকাশ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
বার্তা কক্ষ, ২৮ নভেম্বর ২০১৯