ঠাকুরগাঁওয়ে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে মোজাহারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল মাহাতপাড়ার মোজাহারুল শাকবীজ বপনের জন্য নিজেদের পাঁচ কাঠা জমি প্রস্তুত করেন। তার বাবা ইদ্রিস আলী ওই জমিতে শাকের পরিবর্তে গম বপন করলে মোজাহারুল ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এসময় আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় মৃতের অপর ছেলে আনছারুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার তদন্ত শেষে মোজাহারুলের বিরুদ্ধে আদালতের দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ পত্র দেন। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেন আদালত। (বাংলানিউজ)
নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ১০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur