Home / সারাদেশ / বান্দরবানে নিখোঁজদের সন্ধানে সেনা অভিযান
বান্দরবানে নিখোঁজদের সন্ধানে সেনা অভিযান

বান্দরবানে নিখোঁজদের সন্ধানে সেনা অভিযান

বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটিতে সম্প্রতি নিখোঁজ হওয়া তিনজন বাংলাদেশী পর্যটক ও তাদের গাইডকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর অভিযান চলছে সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে ।

গত ১৪ই অক্টোবর থেকে পর্যটক ও তাদের গাইডদের খোঁজে সেনা অভিযান শুরু হয়। বান্দরবানের কাছে একটি প্রত্যন্ত এলাকায় ওই অভিযান চালানোর সময় গতকাল গুলিবিদ্ধ হয়ে স্থানীয় গ্রাম প্রতিরক্ষা দলের একজন সদস্য নিহত হন, সেনাবাহিনীর দুজন সদস্যও গুলিবিদ্ধ হন।

বান্দরবানের সাংবাদিকরা জানাচ্ছেন, মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা এই অপহরণের সাথে জড়িত থাকতে পারে বলে স্থানীয় লোকেরা ধারণা করছেন। এ ক্ষেত্রে আরাকান লিবারেশন পার্টির নামই শোনা যাচ্ছে বেশি।

বান্দরবান থেকে সাংবাদিক মনিরুল ইসলাম জানাচ্ছেন, বাংলাদেশ ভারত মিয়ানমার সীমান্তের ওই জায়গাটি অরক্ষিত এবং সেখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কার্যক্রম রয়েছে।

তারা ইদানীং বেশ তৎপর রয়েছে এবং এরই ভিত্তিতে অপহরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। মি: ইসলাম জানাচ্ছেন, নিখোঁজদের খুব দ্রুতই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

চাঁদপুর টাইমিস নিউজ ডেস্ক: ।। আপডেট ০২:২২ পিএম ১৯ অক্টোবর, ২০১৫ সোমবার
ডিএইচ