Home / চাঁদপুর / চাঁদপুর স্টেডিয়ামে বান্দরবানকে হারিয়ে ফাইনালে চাঁদপুর
চাঁদপুর স্টেডিয়ামে বান্দরবানকে হারিয়ে ফাইনালে চাঁদপুর

চাঁদপুর স্টেডিয়ামে বান্দরবানকে হারিয়ে ফাইনালে চাঁদপুর

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে স্বাগতিক চাঁদপুর জেলা ফুটবল দল ।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় বান্দরবান জেলা ফুটবল দলের সাথে খেলায় দলটি জয়লাভ করে ফাইনালে উঠেছে ।

রোববার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চাঁদপুর ও বান্দরবান জেলা দলের মধ্যে দুদলই স্থানীয়, ঢাকার বিভিন্ন ক্লাবের ফুটবলারও বিদেশি খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে মাঠে নামেন ।

প্রথমার্ধে দু’দলই আক্রমন-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু করে। তবে স্বাগতিক হিসেবে চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা কিছুটা আক্রমনাত্মক ভঙ্গিতে বান্দরবান জেলা দলের সাথে খেলেন।

খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দু’দলই গোল দেয়ার জন্য মরিয়া হয়ে উঠে। খেলার মাঝামাঝি সময়ে চাঁদপুর দলের স্থানীয় সিনিয়র ফুটবলার ওয়াহিদুজ্জামান লাবু বান্দরবান জেলা দলের ডিফেন্সকে বোকা বানিয়ে দলের পক্ষে জয়সুচক গোল করেন। এর কিছুক্ষণ পরেই একটি ফাউলকে কেন্দ্র করে বান্দরবান জেলা দল খেলাতে অংশ নেননি ।

বান্দরবান দলের খেলোয়াররা হলেন : আবুল হাসানাত (০১), শহীদুর রহমান (০৫),ওলা বেনজী (০২), মহিউদ্দিন (০৮), ক্যক সাই (০৯), আবু সুফিয়ান(১২),আরিফ মিয়া (১১), জিল্লুর রহমান(১১), আলী আকবর (০৭), অংথোয়াই কিং (১০), জাফর ইকবাল (২২), বিল্পপ, রিপন (১৭), বাবলু ০৬), ইউসুফ (১৬), অংব্যায় (১৫)।

চাঁদপুর জেলা দলের খেলোয়ররা হলেন : কামাল (০০), আলমগীর (১৪), বকুল (০৪), রাফি (০২), রিমন (০৫), ইসমাইল(০৬), ফয়সাল (১০), সাইফুল (১১), জহিরুল ইসলাম (০৭), ওয়াহিদুর রহমান (১২), রুবেল হোসেন (১৯), জালাল (১৬), স্বাপন চৌধুরী (১৭), দেলোয়ার হোসেন (১৫), সোহেল (৯), জামাল (১৩)।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১০: ২৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply