চাঁদপুরের হাজীগঞ্জে বাথরুমে গোসল করতে যায় সুমাইয়া (৮) নামের এক শিশুকন্যা। কিন্তু অনেকক্ষণ পরও ফিরে না আসায় বাথরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
৩ জুন বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের (৯নং ওয়ার্ড) সুহিলপুর গ্রামের নিশ্চিতপুর করিম উদ্দিন হাজিবাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিন জানা যায়, সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার। ঘটনার দিন বিকালে গোসল করার উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করে। ২-৩ ঘণ্টা পার হয়ে গেলেও সুমাইয়া গোসল করতে গিয়ে বাথরুম থেকে বের হয়নি। বের হতে না দেখে সুমাইয়ার মা সালমা আক্তারের সহযোগিতায় তার দাদা আবদুল মমিন বাথরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন।
ওই সময় সুমাইয়ার লাশ বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে হাজীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পারিবারিক আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur