সারাদেশ

বাথরুমে আত্মচিৎকার :টয়লেট থেকে জ্বলন্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির টয়লেট থেকে গায়ে আগুন লাগা অবস্থায় ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের এক ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে টিএসসির দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে ওই ছাত্রীর চিৎকার ও ধোঁয়া দেখে অন্য শিক্ষার্থীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন মাহবুব খানসহ অন্য শিক্ষার্থীরা। মাহবুব বলেন, হঠাৎ করেই বাথরুম থেকে আর্তচিৎকার শুনে আমরা এগিয়ে যাই। দেখি সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর টয়লেটের দরজা ভেঙে ফেললে জ্বলন্ত অবস্থায় আমরা পাই। আগুন নিভিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

কবি সুফিয়া কামাল হলের ওই ছাত্রীর শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম।

নিউজ ডেস্ক || আপডেট: ০৫:১৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর  

Share