Home / আন্তর্জাতিক / বাণিজ্যিকভাবে গর্ভ ভাড়া নিষিদ্ধ হলো ভারতে
বাণিজ্যিকভাবে গর্ভ ভাড়া নিষিদ্ধ হলো ভারতে
ফাইল ছবি

বাণিজ্যিকভাবে গর্ভ ভাড়া নিষিদ্ধ হলো ভারতে

গর্ভ ভাড়া বা সারোগেসি নিয়ে নতুন বিল পাস হয়েছে ভারতের লোকসভায়। বুধবার লোকসভায় গোলমালের মধ্যেই কণ্ঠ ভোটে পাস হয় এ বিল। এতে বাণিজ্যিকভাবে গর্ভ ভাড়া নিষিদ্ধ হলেও পারিবারিকভাবে নিকটআত্মীয়দের মধ্যে তা করা যাবে বলে অনুমোদন দেওয়া হয়েছে।

সদ্য পাস হওয়া সারোগেসি (রেগুলেশন) বিল, ২০১৬-তে বলা হয়- বাণিজ্যিকভাবে এ দেশে সারোগেসি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সন্তান ধারণে অক্ষম দম্পতির পাশে দাঁড়িয়ে কেউ যদি সারোগেসিতে অংশ নেন, তবে তা আইনসিদ্ধ।

আইনে বলা হয়েছে, এ ক্ষেত্রে কোনো বাণিজ্যিক সারোগেসি চলবে না। শুধু নিকটাত্মীয়রাই সারোগেসিতে অংশ নিতে পারবেন।

গতকাল বিলটির নানা বিষয় নিয়ে কংগ্রেস ও এআইডিএমকের সরব প্রতিবাদের মধ্যেই পাস হয় বিল।

বিবাহিত দম্পতিরাই শুধু এ সুযোগ পাবেন। লিভ-ইন করলে সারোগেসির অনুমতি মিলবে না। আর এর অপব্যবহারে শাস্তির বিধান রাখা হয়েছে বিলে।

বার্তাকক্ষ
২০ ডিসেম্বর ২০১৮

Leave a Reply