নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। সোমবার ৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা একটি প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গণমাধ্যমকে সরবরাহ করা হয়েছে।
সরকার গঠিত বিশেষ টাস্কফোর্সে অতিরিক্ত জেলা প্রশাসক আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা/ সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি এবং দু’ জন শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের একজন সহকারী পরিচালক সদস্য সচিব হিসেবে বিশেষ টাস্কফোর্সের দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে।
টাস্কফোর্সের কার্যপরিধিতে বলা হয়েছে- ক. টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ত/গোডাউন/কোল্ডস্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থান সরেজমিন পরিদর্শন করবে।
টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে,স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করবে।
প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল (হোয়াটসঅ্যাপ নম্বর ০১৯১২-৯৩০৫৯২) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১১-২৭৩৮০২) পাঠাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠাবে। টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
চাঁদপুর টাইমস রিপোর্ট
৯ অক্টোবর ২০২৪
এজি