করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবেলায় বাজারগুলো কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে।
১৪ এপ্রিল বুধবার সকাল ৯ টায় চাঁদপুর শহরের বিপনিবাগ বাজারসহ পৌর এলাকার বিভিন্ন বাজারগুলো আশে পাশের কলেজে নিয়ে আসা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়,চাঁদপুর জেলা প্রশাসক পৌর এলাকার প্রধান ৪টি বাজারকে (সবজি, মাছ ও মাংস) খোলা মাঠে স্থানান্তরিত করছে।
আজ ১৪ এপ্রিল বুধবার থেকে পৌর এলাকার পাল বাজার বসবে পৌর ঈদগাঁ মাঠে, বিপনীবাগ বাজার বসবে চাঁদপুর সরকারি কলেজ মাঠে, বাবুরহাট বাজার বসবে বাবুরহাট কলেজ মাঠে ও নতুনবাজার তার নিজ স্থান সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা সাধারণ কেনাকাটা করবে।
বিপনিবাগ বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলআমিন বলেন, বাজার থেকে কলেজ মাঠে এসেছি। মালামাল আনতে একটু কষ্ট হয়েছে। এখন বেচাকেনা না হলেও, দু’একদিন পর বেচাবিক্রি শুরু হয়েছে যাবে।
জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক বলেন, বর্তমান সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা সবচাইতে জরুরী বিষয়। বাজারগুলোতে লোকজনের মধ্যে সামাজিক দূরত্বের বজায়ের রেশ মাত্রও দেখা যায় না। তাই জেলা প্রশাসন থেকে আমাদের এই কার্যক্রম। সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পৌর এলাকার বাজার গুলো চলমান থাকবে। কেউ বিধিনিষেধ অমান্য করার সুযোগ নেই।
প্রতিবেদকঃশরীফুল ইসলাম,১৪ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur