Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / বাজারটিতে গেলে মনেই হবে না ‘কঠোর লকডাউন’ চলছে
বাজারটিতে
শাহরাস্তির শোরসাক বাজার

বাজারটিতে গেলে মনেই হবে না ‘কঠোর লকডাউন’ চলছে

চলমান লকডাউনে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির শোরসাক বাজারে কোনো প্রভাব পড়েনি। বাজারটিতে গেলে কারো মনেই হবে না দেশে মহামারী করোনার কারণে লকডাউন চলছে। বাজারে নারী-পুরুষের সরব উপস্থিতি ও বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগিতা দেখে মনে হলো করোনা নামক শব্দটি এ অঞ্চলের মানুষের অজানা।

৭ জুলাই বুধবার বিকেলে শোরসাক বাজার ঘুরে দেখা যায়, বাজারের প্রায় প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। এলাকার জনগণ মাস্ক ছাড়াই জটলা বেঁধে দোকানে বসে আড্ডা দিচ্ছেন। পুরুষের পাশাপাশি শোরসাক বাজারে নারীদের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা গেছে।

দক্ষিণ বাজারে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগিতা দেখতে বিপুল সংখ্যক মানুষের দর্শক হিসেবে উপভোগ করতে দেখা যায়। এছাড়া মানুষের চলাচল ছিলো ব্যাপক।

বাজারটিতে

সূচিপাড়া উত্তর ইউনিয়নের গ্রাম পুলিশ জানায়, ব্যবসায়ী ও জনগণ কেউই তাদের কথা রাখছেন না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার বলেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করার ব্যাপারে মানুষকে সচেতন করার এবং ফুটবল খেলার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অবাক হয়ে বলেন বিষয়টি তিনি অবগত নন।

শাহরাস্তি প্রতিনিধি