‘সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের টিফিন বক্স দিবেন’

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘সরকার অঙ্গিকার করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের টিফিন বক্স দিবেন। সে আলোকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে টিফিন বক্স বিতরণ করা হচ্ছে। বাচ্ছাদের খাবার নিরাপদ রাখতে এই প্রদক্ষেপ। আপনার যারা অভিভাবক রয়েছেন, আপনারা বাচ্চাদের খাবর নিরাপদ রাখবেন। সবার কল্যাণে সরকার কাজ করছে। সরকার আপনাদের উৎসাহিত করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে।’

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ২৫ নং রালদিয়া সরকারি প্রাথমিক বিদালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে মিড ডে মিল কর্মসূচির টিফিন বক্স বিতরণ ও বিদ্যালয়ে কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘অভিভাবকদের মধ্যে এমন কেউও রয়েছেন যরা টিফিন বক্স কিনে দিতে পারবে না কিন্তু নিজের জন্য এক প্যাকেট সিগারেট কিনে আনতে পারেন। আপনারা বাচ্চাদের প্রতি নজর দিন। তাদর পড়া লেখা, খাবারের প্রতি দৃষ্টি রাখেন। আপনারা আপনাদের পছন্দের মত বাচ্চাদের খাবর দিবেন। আমরা চেয়েছিলাম টিফিন বক্সের সাথে একটি করে পানির বোতল দেয়ার জন্য। ভেবে দেখলাম পানির বোতল সবার কাছেই থাকে কিন্তু টিফিন বক্স থাকে না।’

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ছাত্র-ছাত্রীদের প্রতি খেয়াল রাখবেন। তারা টিফিন বক্সে খাবার এনছে কিনা। আর সেই খাবার নষ্ট হয়েছে কিনা। আর যদি দেখেন তারা টিফিন বক্সে খাবার আনছে না পরিবারের লোকজনদের জানাবেন। কেনো তাদের বাচ্চাদের খাবার দিচ্ছে না। এই বিষয়ে বাচ্ছাদের কিছু বলবেন না শিক্ষকরা। যদি কেউ তাদের বাচ্চাদের খাবার দিতে না পারে তাহলে আমি তার খাবারের ব্যবস্থা করে দিবো।’

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. বাদশা খানের সভাপতিত্বে ও চাঁদপুর প্রবাহের সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা প্রথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা আক্তার, আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার, বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি এম শাহিন, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, বিদ্যালয়ের পিটি এ সভাপতি মো. মমিনুল ইসলাম খান প্রমুখ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৩ : ০০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share