Home / কৃষি ও গবাদি / ‘বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ছাড়ে না’
'বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ছাড়ে না'

‘বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ছাড়ে না’

‎Friday, ‎17 ‎April, ‎2015  07:12:47 PM

চাঁদপুর টাইমস ডট কম

হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘৩/৪ মাস পরে আবার নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসেছেন, তাই ধন্যবাদ। তবে ওই সময়ের মধ্যে আপনি ১৫৩ সাধারণ মানুষ পুড়িয়ে মেরেছেন। এটার বিচার হবে। বিচারের মুখোমুখি হতে হবে। মনে রাখতে হবে বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না।’

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এ কথা বলেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটের নিরব বিপ্লব ঘটবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘ভোট তো হয় প্রকাশ্যে ও উৎসবের মাধ্যমে। এটা নীরব হবে কেন? ভোট সব সময় স্বরবে ও প্রকাশ্যে হয়। তার মানে খালেদা জিয়ার এখানো কোনো মতলব রয়েছে। এতে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এটা নীরবে হবে কেন? আবার কি কোনো ষড়যন্ত্র আছে? এই নীরব বিপ্লবের আহ্বানে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘একদিকে বাবা-ছেলে একসঙ্গে নির্বাচনে দাঁড়িয়েছে। মিরক্কেল ঘটনার জন্ম দিয়েছে। অপরদিকে ৮ মামলার আসামিকে নিয়ে দাঁড় করিয়েছেন। সে ভোট করবে নাকি আদলতে যাবে। অদ্ভুত এক পরিবেশে ভোট হচ্ছে। যার আর মাত্র নয়দিন বাকি আছে।’

নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাম্যবাদি দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ। (ফাইল ছবি)

চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫