বাঘের সাথে মশকরা করতে গিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন

চাঁদপুর টাইমস ডেস্ক: (আর্কাইভ নিউজ)

শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে মাহদুল হাসান অংকন (২৬) নামের এক দর্শনার্থীর হাত ছিঁড়ে নিয়ে গেছে বাঘ। পরে তাকে অন্য দর্শনার্থী ও আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে যায়।

গত পহেলা বৈশাখের দুপুরে পার্কের টাইগার জোনে এ ঘটনা ঘটে। বাঘের আক্রমণের শিকার অংকন ঢাকার কুর্মিটোলার দাউদ হোসেনের ছেলে ও মিরপুর মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র। তারা পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা থেকে ৬ বন্ধু মিলে বেড়াতে এসেছিল বঙ্গবন্ধু সাফারি পার্কে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রশাদ ভট্টাচার্জ ও ফরেস্টার কৃষ্ণ কমল মজুমদার বাংলামেইলকে জানান, ওই দর্শনার্থী যুবক সাফারি পার্কে বেড়াতে আসেন। দুপুর দেড়টার দিকে তিনি পার্কের টাইগার এরিয়ার রেস্টুরেন্টের পাশের নিচু বাউন্ডারি ওয়ালের উপরে উঠে নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকে।

এ সময় বাউন্ডারি ওয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অঙ্কনের বাম হাতে কামড়ে ধরে। টের পেয়ে তার আশপাশে থাকা অন্য দর্শনার্থীরা তাকে বাঁচাতে তার অপর হাত টেনে ধরে। এক পর্যায়ে তার বাম হাতটি কুনুই থেকে ছিঁড়ে নিয়ে চলে যায় বাঘ।

পরে দর্শনার্থী ও আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় অঙ্কনকে হাসপাতালে নিয়ে যায়।

Share