বাঘের কামড়ে কিশোরীর পা বিচ্ছিন্ন

বন্ধুরা মিলে ঠিক করেছিল চিড়িয়াখানায় বাঘ দেখতে যাওয়া হবে। সেই প্ল্যান মতাবেক চিড়িয়াখানায় পৌঁছে বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণের অপেক্ষা।

শেষে এক ফুট দূরত্বে বাঘ, মাঝে কেবল খাঁচার বন্ধনী। বাঘকে কাছে দেখেই হতশ্রী অঙ্গভঙ্গি, ব্যস, শান্ত বাঘের ভয়াল রূপ সামনে চলে এল। ১৩ বছরের কিশোরীর পা কামড়ে নিল খাঁচাবন্দি বাঘ।

এ ঘটনাটি ঘটেছে রাশিয়ার বার্নাউল শহরের এক চিড়িয়াখানায়।

এলিজাবেথ কুতকিন নামের ১৩ বছরের ওই কিশোরী এখন কিছুটা সুস্থ, তবে ব্যাঘ্র তাণ্ডবের আতঙ্ক এখনও কাটেনি তাঁর। খাঁচার খুব কাছেই দাঁড়িয়ে ছিল এলিজাবেথ ও তাঁর বন্ধুরা।

প্রথমে এলিজাবেথের পরনের কোর্ট কামড়ে ধরে ৯ বছর বয়সী সাইবেরিয়ান বাঘ। তারপর পায়ে কামড় দেয় বাঘটি। প্রায় ৪০ মিনিট ধস্তাধস্তি। অল্পের জন্য বাঘের গ্রাসে চলে যাওয়ার আগে রক্ষা পায় এলিজাবেথ।

খবর পেয়ে চিড়িয়াখানার কর্মীরা তাঁকে উদ্ধার করে। এলিজাবেথ ভর্তি করানো হয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, এলিজাবেথকে পুরোপুরি সুস্থ করতে হলে সার্জারি করতে হবে। (সূত্র: জি নিউজ)

নিউজ ডেস্ক : আপডেট ৭:৩৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৬, বুধবার

ডিএইচ

Share