কচুয়ার কান্দিরপাড় গ্রামে ফুটবল খেলতে গিয়ে বাঘদাসের (চিতা বাঘ জাতীয়) একটি বাচ্চাকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার কান্দিরপাড় গ্রামের আব্দুল হালিমের ছেলে জুয়েল (১৫) খেলার মাঠ সংলগ্ন একটি ঝোপ-ঝাড় থেকে বাঘদাসের বাচ্চাটি আটক করে।
এসময় বাঘদাসের বাচ্চাটি এক নজর দেখতে কিশোর জুয়েলের বাড়িতে উৎসুক ভীড় জমায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কচুয়া উপজেলা বন বিভাগের লোকজন বাঘদাসের বাচ্চাটি উদ্ধারের জন্য ওই গ্রামে আসে।
এ ব্যাপারে চাঁদপুর জেলা বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, আমরা খবর পেয়ে বাঘদাসের বাচ্চাটি উদ্ধারের জন্য লোকজন পাঠিয়েছি। কিন্তু আটককৃত ব্যক্তিরা মোটা অংকের বকশিস দাবী করায় তা উদ্ধার করা হয়নি। তবে বাচ্চাটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur