বাগাদী দরবার হাফিজিয়া মাদ্রাসার ইফতার ও পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর বাগাদী দরবার শরীফের সহযোগী প্রতিষ্ঠান জ্বা’মিয়া মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা (এমিতখানা ও দাতব্য চিকিৎসালয়) মঙ্গলবার (০৫ জুলাই) বিকালে আলোচনাসভা, ইফতার মাহফিল ও পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাও. মু. একে এম নেয়ামত উল্যাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাও মু.শাহাজান সিরাজির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর জমিন প্রকাশক ও সম্পাদক রোটানিয়ান মো.রোকনুজ্জামান, পীরজাদা মাও. মাহফুজ উল্যাহ খান ইউসুফী, মাও. আব্দুল কাদের, ছালামতুল্লাহ খাঁন (শাহিন),পীরজাদা মাও. আশিকুল আরিফিন খাঁন।

উপস্থিত ছিলেন মো.আমিন উল্যাহ খাঁন, মো. ফারুক উল্যাহ খাঁন, , মাওলানা মাহমুদুল হাসান সালেহী পীরজাদা মেহেদী হাসান খাঁন, রাকিব উল্যাহ খান, মো. ফয়সাল উল্যাহ খাঁন, রহমত উল্যাহ খান, মো নকির উল্যাহ খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম, ইসলামি সংগীত পরিবেশন করেন মো. আব্দুল খালেক।

মিলাদ পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা মু. শাহাজান সিরাজী।

দোয়া পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর এ.কে.এম নেয়ামত উল্যাহ খান।

ইফতার শেষে রমজান মাসব্যাপী বিশুদ্ধ কুরআন মাজিদ তেলাওয়াতের পরীক্ষায় অংশ নেয়া ১৭ শিক্ষার্থীর মধ্যে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ৫ জনকে উপহার তুলে দেয়া হয়।

উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, মো. লাবিব উল্যাহ খাঁন, মো. মমিনুল ইসলাম, মো. ইয়াছিন আরাফাত, মো. ইমন তালুকদার, মো. সাইফুল ইসলাম।

প্রতিবেদক- আহমদ উল্যাহ

Share