কচুয়া

সাত মাসে হাফেজ হলেন চাঁদপুরের মাহফুজ

সাইনবোর্ড মহমুদ নগরে অবস্থিত ‘ফকিহুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদরাসা’র ছাত্র মাহফুজ মোল্লা মাত্র ৭ মাসেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে।

চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার শাসনপাড়া মোল্লা বাড়ির মাওলানা আবুল হোসেন মোল্লার ঘরে ২০০৪ সালের ৫ জানুয়ারীতে জন্ম মাহফুজের।

হাফেজ মাহফুজ মোল্লার উস্তায ফকিহুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদরাসার প্রধান শিক্ষক, হাফেজ সাইফুল্লাহ সাইফ বলেন,‘মাহফুজ মেধাবী ও বুদ্ধিমান ছেলে। কুরআনের হাফেজ হবে এটা তার ছেলে বেলার আশা বলে সবসময় বলতো। সধারণত কোরানের হাফেজ হতে ২/৩ বছর সময় লেগে যায়। কিন্তু আল্লাহর ইচ্ছায় মাত্র ৭ মাসে কুরআনে হাফেজ হয়েছে মাহফুজ। তাঁর বাবা-মা’রও প্রবল ইচ্ছা ছিলো মাহফুজ কুরআনের হাফেজ হবে। আল্লাহ তাঁদের মনোবাসনা কবুল করেছেন। তাঁদের সন্তান হাফেজে কোরআন হয়েছে।’

হাফেজ সাইফুল্লাহ সাইফ হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “পরকালে কোরআনে হাফেজরা নিজ পরিবারের এমন ১০ জন ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুপারিশ করতে পারবেন যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল।” তিনি আরো বলেন, “কিয়ামতের দিন হাফেজে কোরআনদের পিতা-মাতাকে আল্লাহ এমন এক নূরের মুকুট পরিয়ে সম্মানিত করবেন, যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে। সে হিসেবে হাফেজ মাহফুজের বাবা-মা পরম সৌভাগ্যের অধিকারী হয়েছেন। মহান আল্লাহ কিয়ামতের দিন তাঁদেরকে নূরের মুকুট পরিয়ে সম্মানিত করবেন ইনশা আল্লাহ।”

হাফেজ সাইফুল্লাহ সাইফ সন্তানদের অভিভাবকদের পরামর্শ দিয়ে বলেন, “পবিত্র কোরআন মুখস্থ করার পর অন্য যেকোনো বিষয়ে পড়ালেখার সুযোগ রয়েছে। আপনাদের সন্তানদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলুন। নিয়মিত সন্তানের খোঁজখবর ও তার পড়ালেখার বিষয়ে যত্নশীল হোন। আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে আপনার সন্তানও পবিত্র কোরআন মুখস্থ করে একজন পরিপূর্ণ হাফেজ হয়ে উঠবে, ইনশা আল্লাহ।”

ইসলাম ডেস্ক
৫ জানুয়ারি,২০১৯

Share