বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁদপুর সদর বাগাদি ইউনিয়ন শাখার উদ্যোগে আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে দূস্থ অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ছাগল সহ চিকিৎসা খরচ দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বাগাদি চৌরাস্তায় জামায়াতের ভীষণ হিসেবে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মহীন ১০ দিনমজুরকে এসব উপকরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন “যদি দেশ কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হলে, সমাজে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও বৈষম্য , এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত শ্রমজীবী মানুষের উদ্দেশে তিনি আরও বলেন, “ইসলামের মূল শিক্ষা হলো মানবতার কল্যাণ। ইসলাম কেবল নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দরিদ্র, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোও একটি ইবাদত। আমরা যারা সমাজের সামান্য কিছু বেশি পেয়েছি, তাদের দায়িত্ব এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।”
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বেলায়েত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের হোসাইন,সহ-সেক্রেটারি সুলতান মাহমুদ, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ১১ এপ্রিল ২০২৫