বাগাদী চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে পাকা দোকান নির্মাণ করা অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন ভূমি অফিস থেকে নিষেধাজ্ঞার পরেও থামছে না দোকান নির্মাণ কাজ। এ নিয়ে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় প্রবাসী কবির বেপারীর নেতৃত্বে দক্ষিণ বেপারী বাড়ির শাহাদাত নামের এক ব্যক্তি শ্রমিক দিয়ে সরকারি সম্পাত্তিতে দোকান নির্মাণ কাজ করছে।

সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ না করার জন্য বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিষেধ করলেও তা অমান্য করে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানতে পেরে লোক পাঠিয়ে কাজ না করার জন্য নিষেধ করেন। পাশাপাশি সরকারি সম্পত্তিতে দোকাণ নির্মাণ করার দেওয়াল ভেঙে দেয়া হয়।

এ ব্যপারে স্থানীয় লোকজন জানান, এভাবে সরকারি সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ বন্ধ না হলে পার্শবর্তী খালটি দখল হয়ে যাবে। এসব দখলবাজদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন এলাকাবাসী।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৮ জুন ২০২৩

Share