চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গণি চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া শুক্রবার (০১ জুলাই) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেণ বাগাদী দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওঃ একেএম নেয়ামত উল্যাহ খান।
মিলাদ- কিয়াম পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবদুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামরুল হোসেনের সভাপতিত্বে ও আবদুল বারেক গাজীর পরিচালনায় খতমে কোরআন অনুষ্ঠানে অংশ নেয় স্থানীয় ওলামায়ে কেরাম।
এ সময় উপস্থিত ছিলেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাও. মুহাম্মদ মাহফুজ উল্যাহ খান ইউসুফী, পীরজাদা মাও. আশেকুল আরেফিন খান নাহিদ, মাও. আব্দুল কাদের, মাও. মো. জাকির হোসেন হিরু, আল হেলাল জামে মসজিদের খতিব মাও. মুহাম্মদ আবদুর রহমান গাজী, ছাত্র হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ, ক্বারী মো. নিজাম উদ্দিন, হাফেজ মো. আলি আকবর প্রমুখ।
পরে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।
প্রতিবেদক- আশিক বিন রহিম